Sunday, 22 November 2015

Bangla Exclusive Suggestion for PEC 2015

বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন

প্রিয় পরীক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে নম্বর প্রশ্ন থাকবেবিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর নম্বর থাকবে
.
বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমোর কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিসে আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ 
উত্তর: বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে-আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ 
.
এই যে এত কথা বলছি তার একটাই উদ্দেশ্য তা হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে চাকমা গারো সাঁওতাল ত্রিপুরা মুরং তঞ্চঙ্গ্যা ইত্যাদি এদের ভাষা এদের নিজেদের একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব
উত্তর: এই যে এত কথা বলছি, তার একটাই উদ্দেশ্য তা হলোবাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছেচাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা ইত্যাদি এদের ভাষা এদের নিজেদের একই দেশ, অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব
. 
আমরা যারা এই দেশে বাস করি তাদের সবার গৌরব কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে তখন সে দেশের সুখ্যাতি হয় আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি এতেই আমাদের আনন্দ 
উত্তর: আমরা যারা এই দেশে বাস করি, তাদের সবার গৌরব কোনো দেশে যদি নানা ধরনের, নানা জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয় আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ 
. 
ধর্মের কথাই ভাবা যাক আমাদের দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান রয়েছে এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে
উত্তর: ধর্মের কথাই ভাবা যাক আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান রয়েছে, এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে
. 
মুসলমানদের দুটো ঈদ রয়েছে রয়েছে মহররম হিন্দুদের দুর্গাপূজাসহ এত উত্সব আছে যে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধপূর্ণিমা খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে তা ছাড়া ২৫ ডিসেম্বর মানে বড়দিন 
উত্তর: মুসলমানদের দুটো ঈদ রয়েছে, রয়েছে মহররম হিন্দুদের দুর্গাপূজাসহ এত উত্সব আছে যেবারো মাসে তেরো পার্বণলেগেই থাকে বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধপূর্ণিমা খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে, তা ছাড়া ২৫ ডিসেম্বর, মানেবড়দিন
. 
বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে 
উত্তর: বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে 
. 
দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ জনপদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হলো আসলে জননীর মতো 
উত্তর: দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব দেশ হলো আসলে জননীর মতো 
. 
মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনই ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন 
উত্তর: মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন 
. 
বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য তুলনাহীন যার সাথে নাম চলে আসে বাংলাদেশের
উত্তর: বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন, যার সাথে নাম চলে আসে বাংলাদেশের

1 comment:

  1. Casino: Online gambling for cash prizes - CBS News
    If 스포츠 배팅 you're looking for a game to test your luck and a 바카라확률 casino game to 토토사이트코드 try, you've come 헐리우드 노출 to 텍사스홀덤 the right place. In this article, we've put together a complete

    ReplyDelete