Sunday, 22 November 2015

Bangla Exclusive Suggestion for PEC 2015 (Part 3)

এক কথায় প্রকাশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১০ নম্বর প্রশ্নের কিছু নির্বাচিতএক কথায় প্রকাশদেওয়া হলো
অত্যধিক সাহসীদুঃসাহসী
অনেকের মধ্যে একঅন্যতম
অগ্রে গমন করে যেঅগ্রগামী
অচেনা জায়গাঅচিনপুর
অন্যের অনিষ্ট কামনাঅভিশাপ
অত্যন্ত কষ্ট করে যা করতে হয় 
দুরূহ
অহংকার নেই যারনিরহংকার
অহংকার আছে যারঅহংকারী
অনেকের মধ্যে একঅন্যতম
অভিনয় করে যেঅভিনেতা
অল্প কথা বলে যেঅল্পভাষী
অন্ত নেই যারঅনন্ত
আগে জন্মেছে যেঅগ্রজ
আদরের সঙ্গেসাদরে
আকাশে চরে যেখেচর
আচ্ছন্ন হয়ে পড়াঅভিভূত
আবর্জনা ফেলার জায়গা 
আস্তাকুঁড়
ইষ্টক নির্মিত গৃহপ্রাসাদ
ইতিহাসে স্থান লাভের যোগ্য 
ঐতিহাসিক
উচ্চ আকাঙ্ক্ষা আছে যার
উচ্চাকাঙ্ক্ষী
উপকারীর উপকার স্বীকার করে যেকৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যেঅকৃতজ্ঞ
একসঙ্গে কথা বলাসমস্বরে
একের সঙ্গে অন্যেপরস্পর
এক জায়গায় আবদ্ধ হয়ে থাকা
কোণঠাসা
একই সময়ে বর্তমানসমসাময়িক
একই মায়ের সন্তানসহোদর
একই সঙ্গে পাঠ করে যারা
সহপাঠী
একই গুরুর শিষ্যসতীর্থ
এক যুগের পর আরেক যুগ 
যুগান্তর
এক দেশ থেকে আর এক দেশ 
দেশান্তর
কর্মে অতিশয় কুশলকর্মঠ
কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর
কোকিলের ডাককুহু
কোনো কিছু সাদরে গ্রহণবরণ
কাপড়ের লম্বা টুকরাপটি
কল্পনা করা যায় না এমন 
অকল্পনীয়
কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া 
নির্বিচার
কোনোভাবেই পূরণ করা যায় না এমনঅপূরণীয়
খাওয়ার ইচ্ছেক্ষুধা
খাওয়ার যোগ্যখাদ্য
খাওয়ার অযোগ্যঅখাদ্য
খেতে ভালো লাগে এমনস্বাদ
খেতে মজা নয় এমনবিস্বাদ
খেলায় পটুখেলোয়াড়
খ্যাতি আছে যারখ্যাতিমান
খুব আগ্রহীউদগ্রীব
খুব সহজে করা যায় এমন 
অবলীলায়
গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্যউপাত্ত
গল্পগুজব করার আসরমজলিশ
গৃহে আগত অজ্ঞাত ব্যক্তিঅতিথি
ঘাড়ের ওপর থেকে মাথাগর্দান
চিহ্ন নেই যারনিশ্চিহ্ন
চৈত্র মাসের ফসলচৈতালি
চোখে দেখতে পায় না এমনঅন্ধ
জাহাজের খালাসিলস্কর
জগতে যার বিশেষ খ্যাতি রয়েছেজগদিবখ্যাত
জানা নেই যাঅজ্ঞাত
জানা আছে যাজ্ঞাত
জানবার ইচ্ছাজিজ্ঞাসা
জয় করার ইচ্ছাজিগীষা
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান 
প্রান্তর
জনশূন্য স্থাননির্জন
দিকের শেষদিগন্ত
দয়া নেই যারনির্দয়
দেখে ভয় লাগে এমন শুকনো চেহারারুক্ষমূর্তি
দেশকে ভালোবাসেন যিনি
দেশপ্রেমিক
দান করেন যিনিদানবীর
দিবসের শেষ ভাগঅপরাহ্ন
নদী মাতা যারনদীমাতৃক
পান করার ইচ্ছাপিপাসা
পাওয়া যায় যাপাওনা
পর্বতে আরোহণ করেন যিনিপর্বতোরোহী
পরিমিত ব্যয় করেন যিনি
মিতব্যয়ী
প্রতিভা আছে এমনপ্রতিভাবান
প্রতিমুহূর্ত অপেক্ষা করাউদগ্রীব
প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ় 
দৃঢ়প্রতিজ্ঞ
লোকজনের বসতি রয়েছে এমন জায়গাজনপদ
বিশেষ খ্যাতি আছে যারবিখ্যাত
বুদ্ধি আছে যারবুদ্ধিমান
বাক্ নেই যারঅবাক
বিজ্ঞান জানেন যিনিবৈজ্ঞানিক
বাংলাদেশের নাগরিক যিনি
বাংলাদেশী
বসবাসের জায়গাআস্তানা
বরণ করার যোগ্যবরেণ্য
বরণের উপযুক্তবরণীয়
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত 
মাহেন্দ্রক্ষণ 
বিনা অপরাধে অনেক লোক মেরে ফেলাগণহত্যা
হিসাব করে না যেবেহিসাবি 
হাতির ডাকবৃংহতি 
হরিণের চামড়াঅজিন


No comments:

Post a Comment