Saturday, 14 November 2015

Science Final Model Test for PEC 2015

প্রাথমিক বিজ্ঞান

সময়: ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান: ১০০
দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
৫০ = ৫০
. বেঁচে থাকার জন্য যেসব খাদ্যের প্রয়োজন তা মেটানোর জন্য নিচের কোনটির ওপর নির্ভর করতে হয়?
. আলো . পানি
. বায়ু . উদ্ভিদ প্রাণীর ওপর
. মা বাড়ির আঙিনায় তোমার ভেজা জামাটি শুকাতে দিয়েছেন এই ভেজা কাপড় শুকাতে কোন শক্তি কাজ করবে?
. তাপ . বিদ্যুত্ . আলো . শব্দ
. তোমার পাশের ঘরে অনেক জোরে হোম থিয়েটারে গান বাজছে এতে কোন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে?
. বায়ুদূষণ . শব্দদূষণ
. আলোদূষণ . পরিবেশদূষণ
. প্রচণ্ড গরমের সময় তোমাদের বাড়িতে একজন মেহমান এলেন তোমার মা তাঁকে শরবত দেওয়ার জন্য কাচের গ্লাসে এক টুকরো বরফ রাখলেন তুমি দেখলে কিছুক্ষণ পর গ্লাসের বাইরের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা জমে আছে এই পানির কণা আসলে কী?
. শরবতের পানি . বরফ গলা পানি
. চিনিভেজা পানি . জলীয় বাষ্প
. কোনো এলাকায় হঠাত্ বন্যা এসে গেল সে এলাকার মানুষ কীভাবে পানি বিশুদ্ধ করবে?
. পানি ছেঁকে . বরফ গলা পানি দিয়ে
. পানি থিতিয়ে . ফিটকিরি দিয়ে
. স্কুলে যাওয়ার পথে তুমি দেখলে একটি গাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এই কালো ধোঁয়ায় নিচের কোনটি থাকে
. কার্বন মনোক্সাইড
. কার্বন ডাই-অক্সাইড
. কার্বন মনোক্সাইড কার্বন ডাই-অক্সাইড
. কার্বন অক্সিজেন
. খেলাধুলা শেষে সন্ধ্যায় তোমার পড়ার ঘরে প্রবেশ করে দেখলে বাতি জ্বলছে না ক্ষেত্রে বাতি জ্বালানোর জন্য তুমি কী করবে?
. ইলেকট্রিক মিস্ত্রি ডাকব
. বাল্ব পরিবর্তন করব . সুইচ টিপব
. মাকে ডেকে আনব
. আতিকদের গ্রামের বাড়িতে বিদ্যুত্ নেই তাই ফ্রিজও নেই আতিকের বাবা গ্রামের বাজার থেকে একটি বড় ইলিশ মাছ কিনে এনেছেন এখন তিনি কীভাবে এই মাছটি সংরক্ষণ করবেন?
. পানিতে ভিজিয়ে রেখে
. রোদে শুকিয়ে . লবণ দিয়ে
. হলুদ-মরিচ মেখে
. দাদুভাইয়ের সঙ্গে রাতে বাড়ির ছাদে গিয়ে আকমল দেখল আকাশ থেকে একটি তারা খসে পড়ছে এটি আসলে কী?
. অপবাদ তারা . ধূমকেতু
. নীহারিকা . উল্কা
১০. টেলিভিশন চালানোর জন্য বিদ্যুিবহীন গ্রামে বিদ্যুতের বিকল্প হিসেবে কোন শক্তি ব্যবহার করা যায়?
. জ্বালানি তেল . সৌরশক্তি
. কাঠ জ্বালিয়ে তাপশক্তি . রাসায়নিক শক্তি
১১. অনেক তথ্য অল্প জায়গায় অথচ সহজে বহনযোগ্য কোন যন্ত্রে ধারণ করা যায়?
. ডিভিডি . পেনড্রাইভ
. সিডি . ল্যাপটপ
১২. প্রযুক্তি সব সময়
. কল্যাণকর . ক্ষতিকর
. কল্যাণকর অথবা ক্ষতিকর তা প্রয়োগের ওপর নির্ভরশীল
. কল্যাণকরও নয়, ক্ষতিকরও নয়
১৩. কোন কারণে বায়ু দূষিত হয়?
. কীটনাশকের ব্যবহারে
. ইটের ভাটায় ইট পোড়ানোয়
. বৃষ্টির পানি জমে যাওয়ায়
. রাসায়নিক সার ব্যবহারে
১৪. বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
. কতটা গরম বা ঠান্ডা
. জলীয় বাষ্প কম না বেশি
. বায়ু ঘন না হালকা . রোদ কম না বেশি
১৫. আবহাওয়া জলবায়ুর মূল পার্থক্য কিসে?
. সময়ে . স্থানে . নামে . বৈশিষ্ট্যে
১৬. কোন যানটি বায়ু দূষিত করে না?
. মোটরগাড়ি . স্টিমার
. সাইকেল . মোটরসাইকেল
১৭. রাহেলার রাতকানা রোগ হয়েছে তাকে কোন জাতীয় খাদ্য খেতে পরামর্শ দেবে?
. আলু চিনি . মাখন ঘি
. মলা ঢেলা মাছ
. আমলকী কামরাঙা
১৮. তোমার বাড়ির আঙিনায় ঝাড়ু দেওয়া আবর্জনা তুমি কী করবে?
. আগুন দিয়ে পুড়িয়ে ফেলব
. আঙিনায় বস্তাবন্দী করে রাখব
. বাড়ির কোনায় স্তূপ করে রাখব
. গর্ত করে মাটিচাপা দেব
১৯. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
. তেল . পানি . গ্যাস . জীবাশ্ম জ্বালানি
২০ গ্রিন এনার্জি বলতে কী বোঝায়?
. গ্যাস . বায়ুপ্রবাহ . তেল . কয়লা
২১. পানিদূষণ রোধের মূল উপায় হচ্ছে
. বর্জ্য শোধনের ব্যবস্থা করা
. পানিতে বর্জ্য না ফেলা
. বর্জ্য আইনের পুরোপুরি বাস্তবায়ন
. বর্জ্য সৃষ্টি না করা
২২. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?
. সরকারি চাকরি
. নিজের উদ্যোগে অর্থ উপার্জন
. শিল্প-কারখানায় চাকরি
. বেসরকারি চাকরি
২৩. কোনটি ব্যবহারে পরিবেশের ক্ষতি হয় না?
. জেনারেটর . কয়লা পোড়ানো
. সৌরবিদ্যুত্ . কাঠ জ্বালানো
২৪. কোনটি কৃত্রিম সম্পদ?
. মাটি . পানি . সূর্যরশ্মি . কাচ
২৫. বায়ুর চাপ খুব কমে গেলে কী হয়?
. ঝড় . বৃষ্টি . তাপপ্রবাহ . শৈত্যপ্রবাহ
২৬. বৈশাখ মাসের কোনো একদিন লক্ষ করলে খুব ভ্যাপসা গরম লাগছে তোমার ঘামও হচ্ছে প্রচুর এমন আবহাওয়া সাধারণত কিসের লক্ষণ?
. ঝড় . বৃষ্টি . বন্যা . জলোচ্ছ্বাস
২৭. সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো
. কৃষিপ্রযুক্তি . যাতায়াত প্রযুক্তি
. তথ্যপ্রযুক্তি . গৃহনির্মাণ প্রযুক্তি
২৮. দিন-রাত্রির কারণ হলো
. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে
. সূর্য উদয় হয় অস্ত যায়
. পৃথিবী নিজ অক্ষের ওপর পাক খায়
. চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে
২৯. হাম, বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়?
. পানি . বায়ু . মশা . খাদ্য
৩০. তোমার প্রতিবেশী বন্ধুর ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয়েছে তাকে কী খেতে পরামর্শ দেবে?
. শুধু আপেল . ডাবের পানি
. অল্প সেদ্ধ মাংস
. ঠিকমতো খাবার খেতে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে
৩১. খাদ্যে কৃত্রিম রং রাসায়নিক ব্যবহারের ফলে
. দাঁত অকার্যকর হয়
. বাচ্চারা ভারী দেহধারী হয়
. লিভার কিডনি অকার্যকর হয়
. শিশুরা শুকিয়ে যায়
৩২. চান্দ্রমাস কত দিনে পূর্ণ হয়?
. ত্রিশ দিনে . সাড়ে উনত্রিশ দিনে
. একত্রিশ দিনে . উনত্রিশ দিনে
৩৩. বরফ জমানো ঠান্ডা তাপে মাছ-মাংস কত দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়?
. তিন থেকে চার মাস
. পাঁচ থেকে ছয় মাস
. ছয় থেকে সাত মাস
. এক থেকে দুই বছর
৩৪. একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছে
. মাতৃদুগ্ধ . পোশাক
. চিকিত্সা . বাসস্থান
৩৫. কোনটি চিকিত্সা প্রযুক্তি?
. ড্রাম সিডার . ফ্যাক্স . স্টিমার . ইসিজি
৩৬. কোন মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়?
. স্ত্রী অ্যানোফিলিস . কিউলেক্স
. এডিস . পতঙ্গজাতীয়
৩৭. কোনটি পানিবাহিত রোগ নয়?
. আমাশয় . ডায়রিয়া
. ম্যালেরিয়া . কলেরা
৩৮. চাঁদ একটি
. গ্রহ . নক্ষত্র . উপগ্রহ . গ্রহাণু
৩৯. কত সাল পর্যন্ত কৃষিপ্রযুক্তির অগ্রগতি ধীরগতির ছিল?
. ১৬০০ সাল . ১৭০০ সাল
. ১৮০০ সাল . ১৯০০ সাল
৪০. প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে
. কোনো সম্পর্ক নেই . সম্পর্ক অভিন্ন
. যুক্ত সম্পর্ক . সম্পর্ক গভীর
৪১. প্রযুুক্তি উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
. আর্থিক সামর্থ্য . দৈহিক সামর্থ্য
. বিজ্ঞানের জ্ঞান . বংশ পরিচয়
৪২. বাংলাদেশে কোনটি প্রতিবছর দেখা যায়?
. বন্যা . ভূমিকম্প
. কালবৈশাখী . হারিকেন
৪৩. কোনটি গ্রিনহাউস গ্যাস?
. অক্সিজেন . কার্বন ডাই-অক্সাইড
. নাইট্রোজেন . হিলিয়াম
৪৪. কোনটি স্যালাইন তৈরির উপাদান নয়?
. পানি . খাবার লবণ . গুড় . লেবুর রস
৪৫. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
. বায়ু . কাঠ . তেল . পানি
৪৬. বিজ্ঞানীদের মতে আগামী ১০০ বছরে ফুরিয়ে যেতে পারে
. প্রাকৃতিক সম্পদ . প্রাণিসম্পদ
. জীবাশ্ম সম্পদ . বায়ুসম্পদ
৪৭. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে প্রয়োজন
. মানসম্মত বিজ্ঞান শিক্ষক
. মানসম্মত পাঠ্যবই
. বিজ্ঞানভিত্তিক জ্ঞান কৌশল
. বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা
৪৮. পিয়ালদের পুকুর থেকে একটি বড় রুই মাছ ধরা হয়েছে এক সপ্তাহ পর পিয়ালের বাবা বিদেশ থেকে এলে সবাই মিলে ওই রুই মাছ খাবে পিয়াল কীভাবে রুই মাছটি সংরক্ষণ করবে?
. রেফ্রিজারেটরে রেখে দেবে
. মাটির কলসিতে রেখে দেবে
. থার্মোফ্লাক্সে ভরে রাখবে
. ওভেনে রাখবে
৪৯. সুষম খাদ্যে খাবারের কয়টি উপাদান থাকে?
. চারটি . তিনটি . পাঁচটি . ছয়টি
৫০. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
. মাটি . পানি . বায়ু . আলো
নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো ১৫ = ১৫
. সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?
. একটি সংক্রামক রোগের নাম লেখো
. নক্ষত্র কাকে বলে?
. উইন্ডমিল কী?
. বায়ুর আর্দ্রতা দিয়ে কী বোঝানো হয়?
. একটি চিকিত্সা প্রযুক্তির নাম লেখো
. শক্তি কাকে বলে?
. পদার্থ কী দিয়ে গঠিত?
. দিন রাত্রি কেন হয়?
১০. তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝো?
১১. প্রাকৃতিক কারণে পানিদূষণকে কী বলে?
১২. গ্যালাক্সি কাকে বলে?
১৩. সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
১৪. জাঙ্কফুড কী?
১৫. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?
, , নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো = ৩৫
. বায়ুদূষণের চারটি কারণ একটি ফলাফল লেখো
. সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ছোট ভাইকে কী উপদেশ দেবে তা পাঁচটি বাক্যে লেখো
. পানিদূষণের তিনটি কারণ দুটি ফলাফল লেখো
. আমরা কেন খাদ্য গ্রহণ করি? বাড়িতে খাদ্যদ্রব্য সংরক্ষণের চারটি উদ্দেশ্য লেখো
. বাতজ্বরের জীবাণুর নাম কী? বাতজ্বরের লক্ষণগুলো লেখো
. সৌরজগতের একটি চিত্র আঁকো
. দুটি প্রাচীন প্রযুক্তি তিনটি আধুনিক প্রযুক্তির উদাহরণ দাও
. আবহাওয়া জলবায়ুর মধ্যে সম্পর্ক প্রধান পার্থক্য পাঁচটি বাক্যে লেখো
. জনসংখ্যা বলতে কী বোঝায়? চিকিত্সাব্যবস্থার ওপর জনসংখ্যার প্রভাব চারটি বাক্যে লেখো
. তথ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো
প্রধান শিক্ষক,
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা


No comments:

Post a Comment