Sunday, 22 November 2015

Bangla Exclusive Suggestions for PEC 2015 (Part 5)

বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্নটি থাকবে বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ বা এক কথায় প্রকাশের ওপর পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো
প্রশ্ন: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হইতেছে মাটির শিল্প
উত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প
প্রশ্ন: মামা বলিলেন যে আমাদের কুমোরপাড়ায় নিয়ে যাইবেন
উত্তর: মামা বললেন যে আমাদের কুমোরপাড়ায় নিয়ে যাবেন
প্রশ্ন: পরদিন আমরা দেখিতে পেলাম কুমোরপাড়া
উত্তর: পরদিন আমরা দেখতে পেলাম কুমোরপাড়া
প্রশ্ন: প্রাচীনকাল থেকে দেশে মৃিশল্পের চর্চা হইয়াছে
উত্তর: প্রাচীনকাল থেকে দেশে মৃিশল্পের চর্চা হচ্ছে      
প্রশ্ন: একলা বসিয়া আপন মনে বসিয়া নদীর ধারে
উত্তর: একলা বসে আপন মনে বসে নদীর ধারে
প্রশ্ন: ‘ভালোবাসার শিল্পী আমিবলিবে হাসিয়া তখন
উত্তর: ‘ভালোবাসার শিল্পী আমিবলবে হেসে তখন
প্রশ্ন: এঁকেবেঁকে চলিয়াছে অসংখ্য নদী
উত্তর: এঁকেবেঁকে চলেছে অসংখ্য নদী
প্রশ্ন: বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল বড় সুখ পায়
উত্তর: বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়
প্রশ্ন: বন্ধুর জন্য মন খারাপ হইতে থাকে তার
উত্তর: বন্ধুর জন্য মন খারাপ হতে থাকে তার
প্রশ্ন: মুখে দেওয়া মাত্র সকলের মন ভরিয়া যায়
উত্তর: মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়
প্রশ্ন: সুখে তার মন ভরিয়া ওঠে, সেই ছোট্ট বেলার মতোই
উত্তর: সুখে তার মন ভরে ওঠে, সেই ছোট্ট বেলার মতোই
প্রশ্ন: রাজপুত্র গাছতলায় বসিয়া তাহার জন্য অপেক্ষা করিয়া থাকে
উত্তর: রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে থাকে
প্রশ্ন: রাজপুত্র বন্ধুকে ভুলিয়া যায়
উত্তর: রাজপুত্র বন্ধুকে ভুলে যায়
প্রশ্ন: শেষে রাখাল একদিন চলিয়াই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখিবার জন্য
উত্তর: শেষে রাখাল একদিন চলেই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখার জন্য
প্রশ্ন: রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকিতে দেয় না
উত্তর: রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না
প্রশ্ন: রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলিতেই পারিতেছে না
উত্তর: রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতেই পারছে না
প্রশ্ন: রাজ্যজুড়ে কান্নাকাটির রোল পড়িয়া যায়
উত্তর: রাজ্যজুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়
প্রশ্ন: রাজ্যসংসার অচল হইয়া যায় প্রায়
উত্তর: রাজ্যসংসার অচল হয়ে যায় প্রায়
প্রশ্ন: দুঃখের দিন দুঃখে দুঃখে যাইতে থাকে কাঞ্চনমালার
উত্তর: দুঃখের দিন দুঃখে দুঃখে যেতে থাকে কাঞ্চনমালার
প্রশ্ন: তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনিতে হয় ওই দাসী
উত্তর: তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী
প্রশ্ন: রাজপুরীর সকলে তাহার ভয়ে কাঁপিতে থাকে
উত্তর: রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে
প্রশ্ন: নকল রানি রাজার দিকে ফিরিয়াও তাকায় না
উত্তর: নকল রানি রাজার দিকে ফিরেও তাকায় না
প্রশ্ন: চোখের জলে তাহার বুক ভাসিয়া যাইতে থাকে
উত্তর: চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে
প্রশ্ন: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটিয়া তাহার কাছে যান
উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান
প্রশ্ন: জল্লাদ ওদের ধরিতে আসার আগেই অচেনা মানুষ তাহার পুটলিকে হুকুম দেয়
উত্তর: জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার পুঁটলিকে হুকুম দেয়
প্রশ্ন: একগোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বাঁধিয়া ফেলিল
উত্তর: একগোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল
প্রশ্ন: নাঃ, একটু জল না পাইলে আর চলিতেছে না
উত্তর: নাঃ, একটু জল না পেলে আর চলছে না
প্রশ্ন: সেই সকাল থেকে হাঁটিয়া আসিতেছি। এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি
উত্তর: সেই সকাল থেকে হেঁটে আসছি। এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি
প্রশ্ন: তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠিল
উত্তর: তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল
প্রশ্ন: বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তাড়াইয়া আসিবে
উত্তর: বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে
প্রশ্ন: চাল কিনিতে গিয়ে কি চালতার খোঁজ করেন?
উত্তর: চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন?
প্রশ্ন: লোকের সঙ্গে কথা বলিতে গেলে একটু বিবেচনা করিয়া বলিতে হয়
উত্তর: লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়
প্রশ্ন: কেবলই সাত-পাঁচ করিতে লাগিয়াছেন
উত্তর: কেবলই সাত-পাঁচ করতে লেগেছেন
প্রশ্ন:  যদি পাঁচটা জল বলিয়া থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলিয়া দেব
উত্তর:  যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব
প্রশ্ন:  রকম জানিবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
উত্তর:  রকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
প্রশ্ন: আসছে, ব্যস্ত হইবেন না
উত্তর: আসছে, ব্যস্ত হবেন না
প্রশ্ন: হোক দরকারি, আমি জানিতে চাহি নে
উত্তর: হোক দরকারি আমি জানতে চাই নে
প্রশ্ন: আর দুদিন বাদে বুড়ো হইয়া মরিতে বসিবেন তখন জানিয়া লাভ কী?
উত্তর: আর দুদিন বাদে বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কী?
প্রশ্ন: শুনেছি বৈকি, চোখে দেখিয়াছি
উত্তর: শুনেছি বৈকি, চোখে দেখেছি
প্রশ্ন: শুধু দেখিও আর খুশি হইও মনে
উত্তর: শুধু দেখো আর খুশি হও মনে
প্রশ্ন: কেমন আমরা হাসিয়া উঠিয়া আর দুলে দুলে নাড়ি মাথা
উত্তর: কেমন আমরা হেসে উঠে আর দুলে দুলে নাড়ি মাথা
প্রশ্ন: ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হইয়া ফুটিয়া ওঠে
উত্তর: ধরার বুকের স্নেহ-কণাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে
প্রশ্ন: আঁধার আকাশে তারারা মিটিমিটি করিয়া চায়
উত্তর: আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়
প্রশ্ন: ‘জলপ্রপাত শব্দটার অর্থও তখন জানিতে হইয়াছে
উত্তর: ‘জলপ্রপাত শব্দটার অর্থও তখন জানতে হয়েছে
প্রশ্ন: কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখিব কোথায়?
উত্তর: কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখব কোথায়?
প্রশ্ন: কানাডায় গিয়াছি
উত্তর: কানাডায় গিয়েছি
প্রশ্ন: সেখানে থাকিয়াছি
উত্তর: সেখানে থেকেছি
প্রশ্ন: কোথাও যাইব বলিলেই তো হয় না, কীভাবে যাইব তাহা ভাবিতে হয়
উত্তর: কোথাও যাব বললেই তো হয় না, কীভাবে যাব তা ভাবতে হয়
প্রশ্ন: এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়িয়া বসিলাম
উত্তর: এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম
প্রশ্ন: আহ দেশে ফিরিয়া গিয়ে কী গল্পটাই না করা যাইবে
উত্তর: আহ দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে
প্রশ্ন: কিন্তু এত জায়গা থাকিতে নায়াগ্রা দেখিতে যাইতে হইবে কেন?
উত্তর: কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রা দেখতে যেতে হবে কেন?
প্রশ্ন: কোন দিন যাওয়া হইবে তাও ঠিক হইল
উত্তর: কোন দিন যাওয়া হবে তাও ঠিক হলো
প্রশ্ন: ঝরনার জলও গড়াইতে গড়াইতে ক্রমশ নদী হইয়া যায়
উত্তর: ঝরনার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়
প্রশ্ন: নায়াগ্রার জল ফাঁকের ভিতরে চলিয়া যাইতেছে
উত্তর: নায়াগ্রার জল ফাঁকের ভেতরে চলে যাচ্ছে
প্রশ্ন: পানিটা ফাটলের মধ্যে পড়িয়া যাচ্ছে কোথায়?
উত্তর: পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়?
প্রশ্ন: নদীর দুই তীরে ফুটিয়া থাকে কাশফুল
উত্তর: নদীর দুই তীরে ফুটে থাকে কাশফুল
প্রশ্ন: সন্ধ্যায় জেলের ডিঙি আসিয়া ভেড়ে
উত্তর: সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে
প্রশ্ন: বাড়ির কাজকর্ম তেমন করিতে হয় না
উত্তর: বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না
প্রশ্ন: ঝড়ে গাছপালা ভাঙ্গিয়া গেলে বাবাকে প্রশ্ন করে
উত্তর: ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে
প্রশ্ন: ওদেরকে কাটিলে ওরা ব্যথা পায় না?
উত্তর: ওদের কাটলে ওরা ব্যথা পায় না?
প্রশ্ন: প্রকৃতির অনেক কিছু নিয়েই তাহার নানা রকম ভাবনা আর জানিবার আগ্রহও বাড়িতে থাকে
উত্তর: প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে
প্রশ্ন: তোমরা অনেকেই হয়তো বুঝিয়া ফেলিয়াছ কে তিনি
উত্তর: তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছ কে তিনি
প্রশ্ন: এখান হইতে ট্রাইপস্ পাস করিবার পর লন্ডন হইতে বিএসসি পাস করিয়াছেন
উত্তর: এখান হইতে ট্রাইপস্ পাস করার পর লন্ডন হতে বিএসসি পাস করেছেন


No comments:

Post a Comment