Friday, 27 November 2015

Math Creative Suggestion for PEC 2015

যোগ্যতাভিত্তিক নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, গণিতের যোগ্যতাভিত্তিক নম্বর প্রশ্নটি থাকবে প্রাথমিক চার নিয়ম-সম্পর্কিত আজ দেওয়া হলো দুটি যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান
প্রশ্ন: মীনার নিকট ৪৫৯৮৭ টাকা আছে। রাজুর নিকট মীনা অপেক্ষা ৮২৫০ টাকা কম আছে। রনির নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি থাকলে
. রাজুর নিকট কত টাকা আছে?
. রনির নিকট কত টাকা আছে?
. রাজু রনির একত্রে কত টাকা আছে?
. রাজু রনির মধ্যে কার টাকার পরিমাণ বেশি?
. মীনা, রাজু রনির একত্রে কত টাকা আছে?
সমাধান:
(
)
মিনার নিকট আছে ৪৫৯৮৭ টাকা
রাজুর নিকট আছে মীনা অপেক্ষা ৮২৫০ টাকা কম
রাজুর নিকট আছে (৪৫৯৮৭-৮২৫০) টাকা
=
৩৭৭৩৭ টাকা
(
)
রাজুর নিকট আছে ৩৭৭৩৭ টাকা
রনির নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি আছে
 
রনির নিকট আছে (৩৭৭৩৭+৯৮৫) টাকা
=
৩৮৭২২ টাকা
(
)
রাজুর আছে ৩৭৭৩৭ টাকা
রনির আছে ৩৮৭২২ টাকা
 
রাজু রনির একত্রে আছে (৩৭৭৩৭+৩৮৭২২) টাকা
=
৭৬৪৫৯ টাকা
(
)
রাজুর আছে ৩৭৭৩৭ টাকা
রনির আছে ৩৮৭২২ টাকা
যেহেতু ৩৮৭২২>৩৭৭৩৭
 
রনির টাকার পরিমাণ বেশি
(
)
মীনার নিকট আছে ৪৫৯৮৭ টাকা
রাজুর নিকট আছে ৩৭৭৩৭ টাকা
রনির নিকট আছে ৩৮৭২২ টাকা
 
মীনা, রাজু রনির একত্রে আছে (৪৫৯৮৭+৩৭৭৩৭+৩৮৭২২) টাকা
=
১২২৪৪৬ টাকা
প্রশ্ন: ৬টি চেয়ার ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে
. ৬টি চেয়ারের মূল্য কত?
. ৪টি টেবিলের মূল্য কত?
. ১টি টেবিলের মূল্য কত?
. ১টি টেবিল ১টি চেয়ারের মূল্যের মধ্যে পার্থক্য কত?
. ১টি চেয়ার ১টি টেবিলের মূল্য একত্রে কত টাকা?
সমাধান:
(
)
১টি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা
 
৬টি চেয়ারের মূল্য (৬৭৫ × ) টাকা
=
৪০৫০ টাকা
(
)
৬টি চেয়ার ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা
৬টি চেয়ারের মূল্য (-) ৪০৫০ টাকা
 
৪টি টেবিলের মূল্য = ৫৫২০ টাকা
(
)
৪টি টেবিলের মূল্য ৫৫২০ টাকা
 
১টি টেবিলের মূল্য = (৫৫২০ ÷ ) টাকা = ১৩৮০ টাকা
(
)
১টি টেবিলের মূল্য ১৩৮০ টাকা
১টি চেয়ারের মূল্য (-) ৬৭৫ টাকা
পার্থক্য ৭০৫ টাকা
(
)
১টি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা
১টি টেবিলের মূল্য (+) ১৩৮০ টাকা
 
১টি চেয়ার ১টি টেবিলের মূল্য একত্রে ২০৫৫ টাকা
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা


No comments:

Post a Comment