এক কথায় প্রকাশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১০ নম্বর প্রশ্নের কিছু নির্বাচিত ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো।
অত্যধিক সাহসী—দুঃসাহসী
অনেকের মধ্যে এক—অন্যতম
অগ্রে গমন করে যে—অগ্রগামী
অচেনা জায়গা—অচিনপুর
অন্যের অনিষ্ট কামনা—অভিশাপ
অত্যন্ত কষ্ট করে যা করতে হয়
—দুরূহ
অহংকার নেই যার—নিরহংকার
অহংকার আছে যার—অহংকারী
অনেকের মধ্যে এক—অন্যতম
অভিনয় করে যে—অভিনেতা
অল্প কথা বলে যে—অল্পভাষী
অন্ত নেই যার—অনন্ত
আগে জন্মেছে যে—অগ্রজ
আদরের সঙ্গে—সাদরে
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১০ নম্বর প্রশ্নের কিছু নির্বাচিত ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো।
অত্যধিক সাহসী—দুঃসাহসী
অনেকের মধ্যে এক—অন্যতম
অগ্রে গমন করে যে—অগ্রগামী
অচেনা জায়গা—অচিনপুর
অন্যের অনিষ্ট কামনা—অভিশাপ
অত্যন্ত কষ্ট করে যা করতে হয়
—দুরূহ
অহংকার নেই যার—নিরহংকার
অহংকার আছে যার—অহংকারী
অনেকের মধ্যে এক—অন্যতম
অভিনয় করে যে—অভিনেতা
অল্প কথা বলে যে—অল্পভাষী
অন্ত নেই যার—অনন্ত
আগে জন্মেছে যে—অগ্রজ
আদরের সঙ্গে—সাদরে
আকাশে চরে যে—খেচর
আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত
আবর্জনা ফেলার জায়গা
—আস্তাকুঁড়
ইষ্টক নির্মিত গৃহ—প্রাসাদ
ইতিহাসে স্থান লাভের যোগ্য
—ঐতিহাসিক
উচ্চ আকাঙ্ক্ষা আছে যার
—উচ্চাকাঙ্ক্ষী
উপকারীর উপকার স্বীকার করে যে—কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে—অকৃতজ্ঞ
একসঙ্গে কথা বলা—সমস্বরে
একের সঙ্গে অন্যে—পরস্পর
এক জায়গায় আবদ্ধ হয়ে থাকা
—কোণঠাসা
একই সময়ে বর্তমান—সমসাময়িক
একই মায়ের সন্তান—সহোদর
একই সঙ্গে পাঠ করে যারা
—সহপাঠী
একই গুরুর শিষ্য—সতীর্থ
এক যুগের পর আরেক যুগ
—যুগান্তর
এক দেশ থেকে আর এক দেশ
—দেশান্তর
কর্মে অতিশয় কুশল—কর্মঠ
কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর
কোকিলের ডাক—কুহু
কোনো কিছু সাদরে গ্রহণ—বরণ
কাপড়ের লম্বা টুকরা—পটি
কল্পনা করা যায় না এমন
—অকল্পনীয়
কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া
—নির্বিচার
কোনোভাবেই পূরণ করা যায় না এমন—অপূরণীয়
খাওয়ার ইচ্ছে—ক্ষুধা
খাওয়ার যোগ্য—খাদ্য
খাওয়ার অযোগ্য—অখাদ্য
খেতে ভালো লাগে এমন—স্বাদ
খেতে মজা নয় এমন—বিস্বাদ
খেলায় পটু—খেলোয়াড়
খ্যাতি আছে যার—খ্যাতিমান
খুব আগ্রহী—উদগ্রীব
খুব সহজে করা যায় এমন
—অবলীলায়
গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য—উপাত্ত
গল্পগুজব করার আসর—মজলিশ
গৃহে আগত অজ্ঞাত ব্যক্তি—অতিথি
ঘাড়ের ওপর থেকে মাথা—গর্দান
চিহ্ন নেই যার—নিশ্চিহ্ন
চৈত্র মাসের ফসল—চৈতালি
চোখে দেখতে পায় না এমন—অন্ধ
জাহাজের খালাসি—লস্কর
জগতে যার বিশেষ খ্যাতি রয়েছে—জগদিবখ্যাত
জানা নেই যা—অজ্ঞাত
জানা আছে যা—জ্ঞাত
জানবার ইচ্ছা—জিজ্ঞাসা
জয় করার ইচ্ছা—জিগীষা
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান
—প্রান্তর
জনশূন্য স্থান—নির্জন
দিকের শেষ—দিগন্ত
দয়া নেই যার—নির্দয়
দেখে ভয় লাগে এমন শুকনো চেহারা—রুক্ষমূর্তি
দেশকে ভালোবাসেন যিনি
—দেশপ্রেমিক
দান করেন যিনি—দানবীর
দিবসের শেষ ভাগ—অপরাহ্ন
নদী মাতা যার—নদীমাতৃক
পান করার ইচ্ছা—পিপাসা
পাওয়া যায় যা—পাওনা
পর্বতে আরোহণ করেন যিনি—পর্বতোরোহী
পরিমিত ব্যয় করেন যিনি
—মিতব্যয়ী
প্রতিভা আছে এমন—প্রতিভাবান
প্রতিমুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব
প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ়
—দৃঢ়প্রতিজ্ঞ
লোকজনের বসতি রয়েছে এমন জায়গা—জনপদ
বিশেষ খ্যাতি আছে যার—বিখ্যাত
বুদ্ধি আছে যার—বুদ্ধিমান
বাক্ নেই যার—অবাক
বিজ্ঞান জানেন যিনি—বৈজ্ঞানিক
বাংলাদেশের নাগরিক যিনি
—বাংলাদেশী
বসবাসের জায়গা—আস্তানা
বরণ করার যোগ্য—বরেণ্য
বরণের উপযুক্ত—বরণীয়
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত
—মাহেন্দ্রক্ষণ
বিনা অপরাধে অনেক লোক মেরে ফেলা—গণহত্যা
হিসাব করে না যে—বেহিসাবি
হাতির ডাক—বৃংহতি
হরিণের চামড়া—অজিন।
আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত
আবর্জনা ফেলার জায়গা
—আস্তাকুঁড়
ইষ্টক নির্মিত গৃহ—প্রাসাদ
ইতিহাসে স্থান লাভের যোগ্য
—ঐতিহাসিক
উচ্চ আকাঙ্ক্ষা আছে যার
—উচ্চাকাঙ্ক্ষী
উপকারীর উপকার স্বীকার করে যে—কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে—অকৃতজ্ঞ
একসঙ্গে কথা বলা—সমস্বরে
একের সঙ্গে অন্যে—পরস্পর
এক জায়গায় আবদ্ধ হয়ে থাকা
—কোণঠাসা
একই সময়ে বর্তমান—সমসাময়িক
একই মায়ের সন্তান—সহোদর
একই সঙ্গে পাঠ করে যারা
—সহপাঠী
একই গুরুর শিষ্য—সতীর্থ
এক যুগের পর আরেক যুগ
—যুগান্তর
এক দেশ থেকে আর এক দেশ
—দেশান্তর
কর্মে অতিশয় কুশল—কর্মঠ
কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর
কোকিলের ডাক—কুহু
কোনো কিছু সাদরে গ্রহণ—বরণ
কাপড়ের লম্বা টুকরা—পটি
কল্পনা করা যায় না এমন
—অকল্পনীয়
কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া
—নির্বিচার
কোনোভাবেই পূরণ করা যায় না এমন—অপূরণীয়
খাওয়ার ইচ্ছে—ক্ষুধা
খাওয়ার যোগ্য—খাদ্য
খাওয়ার অযোগ্য—অখাদ্য
খেতে ভালো লাগে এমন—স্বাদ
খেতে মজা নয় এমন—বিস্বাদ
খেলায় পটু—খেলোয়াড়
খ্যাতি আছে যার—খ্যাতিমান
খুব আগ্রহী—উদগ্রীব
খুব সহজে করা যায় এমন
—অবলীলায়
গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য—উপাত্ত
গল্পগুজব করার আসর—মজলিশ
গৃহে আগত অজ্ঞাত ব্যক্তি—অতিথি
ঘাড়ের ওপর থেকে মাথা—গর্দান
চিহ্ন নেই যার—নিশ্চিহ্ন
চৈত্র মাসের ফসল—চৈতালি
চোখে দেখতে পায় না এমন—অন্ধ
জাহাজের খালাসি—লস্কর
জগতে যার বিশেষ খ্যাতি রয়েছে—জগদিবখ্যাত
জানা নেই যা—অজ্ঞাত
জানা আছে যা—জ্ঞাত
জানবার ইচ্ছা—জিজ্ঞাসা
জয় করার ইচ্ছা—জিগীষা
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান
—প্রান্তর
জনশূন্য স্থান—নির্জন
দিকের শেষ—দিগন্ত
দয়া নেই যার—নির্দয়
দেখে ভয় লাগে এমন শুকনো চেহারা—রুক্ষমূর্তি
দেশকে ভালোবাসেন যিনি
—দেশপ্রেমিক
দান করেন যিনি—দানবীর
দিবসের শেষ ভাগ—অপরাহ্ন
নদী মাতা যার—নদীমাতৃক
পান করার ইচ্ছা—পিপাসা
পাওয়া যায় যা—পাওনা
পর্বতে আরোহণ করেন যিনি—পর্বতোরোহী
পরিমিত ব্যয় করেন যিনি
—মিতব্যয়ী
প্রতিভা আছে এমন—প্রতিভাবান
প্রতিমুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব
প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ়
—দৃঢ়প্রতিজ্ঞ
লোকজনের বসতি রয়েছে এমন জায়গা—জনপদ
বিশেষ খ্যাতি আছে যার—বিখ্যাত
বুদ্ধি আছে যার—বুদ্ধিমান
বাক্ নেই যার—অবাক
বিজ্ঞান জানেন যিনি—বৈজ্ঞানিক
বাংলাদেশের নাগরিক যিনি
—বাংলাদেশী
বসবাসের জায়গা—আস্তানা
বরণ করার যোগ্য—বরেণ্য
বরণের উপযুক্ত—বরণীয়
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত
—মাহেন্দ্রক্ষণ
বিনা অপরাধে অনেক লোক মেরে ফেলা—গণহত্যা
হিসাব করে না যে—বেহিসাবি
হাতির ডাক—বৃংহতি
হরিণের চামড়া—অজিন।
No comments:
Post a Comment