২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে ‘সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন’। প্রশ্ন থাকবে ১০টি, সব কটির উত্তর দিতে হবে।
গণিত
বইয়ের
গুরুত্বপূর্ণ
সংক্ষিপ্ত
প্রশ্ন
ও
উত্তরের
নমুনা
ধারাবাহিকভাবে
দেওয়া
হলো।
প্রশ্ন: ১ মিলিমিটার = কত মিটার?
উত্তর: ১ মিলিমিটার = ০.০০১ মিটার
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কুইন্টাল?
উত্তর: ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
উত্তর: ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম।
প্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর: ১০০ বর্গমিটার।
প্রশ্ন: ১ হেক্টরে কত বর্গমিটার?
উত্তর: ১০,০০০ বর্গমিটার।
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৬০ সে.মি., প্রস্থ ৪৫ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
উত্তর: ২৭০০ বর্গসেন্টিমিটার।
প্রশ্ন: ১ বর্গমিটার = কত বর্গডেসিমিটার?
উত্তর: ১০০ বর্গডেসিমিটার।
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ক্ষেত্রফল÷ প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
প্রশ্ন: আন্তর্জাতিক বা ইংরেজিমতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর: রাত ১২টার পর থেকে।
প্রশ্ন: বাংলামতে কোন সময়কে দিন বলা হয়?
উত্তর: সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে।
প্রশ্ন: বাংলামতে কোন সময়কে রাত্রি বলা হয়?
উত্তর: সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে রাত্রি বলা হয়।
প্রশ্ন: ১ দশক বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০ বছর সময়কালকে ১ দশক ধরা হয়। যেমন, ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ১ দশক।
প্রশ্ন: ১ যুগ বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১২ বছর সময়কালকে ১ যুগ ধরা হয়। যেমন, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত ১ যুগ।
প্রশ্ন: ১ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০০ বছর সময়কালকে ১ শতাব্দী ধরা হয়। যেমন, ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত ১ শতাব্দী।
প্রশ্ন: বিংশ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত সময় বিংশ শতাব্দী।
প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে হয়?
উত্তর: ৩১ দিনে।
প্রশ্ন: ২০১২ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়েছিল?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: ২০৪০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: ২৯ দিনে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
উত্তর: ১ মিলিমিটার = ০.০০১ মিটার
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কুইন্টাল?
উত্তর: ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
উত্তর: ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম।
প্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর: ১০০ বর্গমিটার।
প্রশ্ন: ১ হেক্টরে কত বর্গমিটার?
উত্তর: ১০,০০০ বর্গমিটার।
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৬০ সে.মি., প্রস্থ ৪৫ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
উত্তর: ২৭০০ বর্গসেন্টিমিটার।
প্রশ্ন: ১ বর্গমিটার = কত বর্গডেসিমিটার?
উত্তর: ১০০ বর্গডেসিমিটার।
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ক্ষেত্রফল÷ প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
প্রশ্ন: আন্তর্জাতিক বা ইংরেজিমতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর: রাত ১২টার পর থেকে।
প্রশ্ন: বাংলামতে কোন সময়কে দিন বলা হয়?
উত্তর: সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে।
প্রশ্ন: বাংলামতে কোন সময়কে রাত্রি বলা হয়?
উত্তর: সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে রাত্রি বলা হয়।
প্রশ্ন: ১ দশক বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০ বছর সময়কালকে ১ দশক ধরা হয়। যেমন, ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ১ দশক।
প্রশ্ন: ১ যুগ বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১২ বছর সময়কালকে ১ যুগ ধরা হয়। যেমন, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত ১ যুগ।
প্রশ্ন: ১ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০০ বছর সময়কালকে ১ শতাব্দী ধরা হয়। যেমন, ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত ১ শতাব্দী।
প্রশ্ন: বিংশ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত সময় বিংশ শতাব্দী।
প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে হয়?
উত্তর: ৩১ দিনে।
প্রশ্ন: ২০১২ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়েছিল?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: ২০৪০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: ২৯ দিনে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
No comments:
Post a Comment