Thursday 12 November 2015

Exclusive Math Objectives Suggestions for PEC 2015

নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের নম্বর প্রশ্ন থাকবেসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন থাকবে ১০টি, সব কটির উত্তর দিতে হবে গণিত বইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের নমুনা ধারাবাহিকভাবে দেওয়া হলো
প্রশ্ন: মিলিমিটার = কত মিটার?
উত্তর: মিলিমিটার = .০০১ মিটার
প্রশ্ন: মেট্রিক টন = কত কুইন্টাল?
উত্তর: মেট্রিক টন = ১০ কুইন্টাল
প্রশ্ন: মেট্রিক টন = কত কিলোগ্রাম?
উত্তর: মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
প্রশ্ন: এয়র = কত বর্গমিটার?
উত্তর: ১০০ বর্গমিটার
প্রশ্ন: হেক্টরে কত বর্গমিটার?
উত্তর: ১০,০০০ বর্গমিটার
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৬০ সে.মি., প্রস্থ ৪৫ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
উত্তর: ২৭০০ বর্গসেন্টিমিটার
প্রশ্ন: বর্গমিটার = কত বর্গডেসিমিটার?
উত্তর: ১০০ বর্গডেসিমিটার
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ক্ষেত্রফল÷ প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
প্রশ্ন: আন্তর্জাতিক বা ইংরেজিমতে কখন থেকে দিন তারিখ শুরু হয়?
উত্তর: রাত ১২টার পর থেকে
প্রশ্ন: বাংলামতে কোন সময়কে দিন বলা হয়?
উত্তর: সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে
প্রশ্ন: বাংলামতে কোন সময়কে রাত্রি বলা হয়?
উত্তর: সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে রাত্রি বলা হয়
প্রশ্ন: দশক বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০ বছর সময়কালকে দশক ধরা হয় যেমন, ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত দশক
প্রশ্ন: যুগ বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১২ বছর সময়কালকে যুগ ধরা হয় যেমন, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত যুগ
প্রশ্ন: শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০০ বছর সময়কালকে শতাব্দী ধরা হয় যেমন, ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত শতাব্দী
প্রশ্ন: বিংশ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত সময় বিংশ শতাব্দী
প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে হয়?
উত্তর: ৩১ দিনে
প্রশ্ন: ২০১২ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়েছিল?
উত্তর: ২৯ দিনে
প্রশ্ন: ২০৪০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: ২৯ দিনে
#
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা


No comments:

Post a Comment