বিপরীত শব্দ লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নম্বর প্রশ্ন থাকবে বিপরীত শব্দ লেখো।
নিচে
বাক্যগুলোর
দাগ
দেওয়া
শব্দের
বিপরীত
শব্দ
দেওয়া
হলো।
১৩.
ক) নকল রানির সে কী দম্ভ।
খ) নকল রানির সে কী দম্ভ।
গ) নকল রানি কাঁকনমালার অনেক দম্ভ।
ঘ) সন্ধ্যা হয়ে এল।
ঙ) লোকটি খুব ভালো।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) নকল
আসল
খ) রানি
দাসী
গ) দম্ভ
বিনয়
ঘ) সন্ধ্যা
সকাল
ঙ) ভালো
মন্দ
১৪.
ক) গাছটি বেশ বড়।
খ) বাঁশি পেয়ে লাবিদ খুব খুশি হয়েছে।
গ) গাছের নরম পাতা ছিঁড়ো না।
ঘ) সাদা কাশফুল বাতাসে দুলে ওঠে।
ঙ) শরীফের জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়েছিল।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) বড়
ছোট
খ) খুশি
দুঃখিত
গ) নরম
শক্ত
ঘ) সাদা
কালো
ঙ) সৌভাগ্য
দুর্ভাগ্য
১৫.
ক) রেললাইনটি সোজা।
খ) জল নিচে পড়ছে।
গ) এই বিশ্বে কত অসম্ভব ব্যাপারই যে ঘটে।
ঘ) ঢাকা শহর গড়ে উঠেছে সমতল ভূমিতে।
ঙ) ছেলেটি দুরন্ত নয়।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) সোজা
বাঁকা
খ) নিচে
ওপরে
গ) অসম্ভব
সম্ভব
ঘ) সমতল
অসমতল
ঙ) দুরন্ত
শান্ত
১৬.
ক) সে বাবাকে প্রশ্ন করল।
খ) ছেলের কথা শুনে মা হাসেন।
গ) তিনি অস্থায়ীভাবে চাকরি করেন।
ঘ) গাছের প্রাণ আছে—এটা সত্য।
ঙ) উদ্ভিদ ও প্রাণীর মধ্যে মিল আছে।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) প্রশ্ন
উত্তর
খ) হাসেন
কাঁদেন
গ) অস্থায়ীভাবে
স্থায়ীভাবে
ঘ) সত্য
মিথ্যা
ঙ) মিল
অমিল
১৭.
ক) আসিফ সমাপনী পরীক্ষায় সফলতা অর্জন করেছে।
খ) স্যার জগদীশচন্দ্র বসু একজন সফল বিজ্ঞানী।
গ) এ উত্তরটা সঠিক।
ঘ) মানুষের সেবা করলে পুণ্য হয়।
ঙ) পাকিস্তানি সেনারা ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ করেছে।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) সফলতা
ব্যর্থতা
খ) সফল
বিফল
গ) সঠিক
ভুল
ঘ) পুণ্য
পাপ
ঙ) ঘুমন্ত
জাগ্রত
১৮.
ক) লোকটি পরিচিত।
খ) শত্রু সেনারা জানত তাদের পরাজয় অবধারিত।
গ) নতুন করে কাজ শুরু করো।
ঘ) বাঙালিরা ছিল নিরস্ত্র।
ঙ) লোকটি লোভী।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) পরিচিত
অপরিচিত
খ) পরাজয়
জয়
গ) নতুন
পুরোনো
ঘ) নিরস্ত্র
সশস্ত্র
ঙ) লোভী
নির্লোভী
১৯.
ক) মায়ের ইচ্ছা পূর্ণ হয়েছে।
খ) কারও অকল্যাণ কোরো না।
গ) লোকটি সাধু।
ঘ) সরল মনে কাজ করবে।
ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর একজন শ্রেষ্ঠ কবি।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) পূর্ণ
অপূর্ণ
খ) অকল্যাণ
কল্যাণ
গ) সাধু
অসাধু
ঘ) সরল
জটিল
ঙ) শ্রেষ্ঠ
নিকৃষ্ট
২০.
ক) রায়হান একজন ব্যর্থ মানুষ।
খ) ইমদাদ সব সময় জেতার জন্য খেলে।
গ) রবি আমার মিত্র।
ঘ) যে সুখী অল্প পেয়ে তুষ্ট সে-ই।
ঙ) সুজাতের দাদার বাড়ি অনেক বছরের পুরোনো।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) ব্যর্থ
সার্থক
খ) জেতা
হারা
গ) মিত্র
শত্রু
ঘ) অল্প
বেশি
ঙ) পুরোনো
নতুন
২১.
ক) ইকবাল বই লেখার কাজ শুরু করেছে।
খ) অজানাকে জয় করবে।
গ) পাহাড়ে ওঠার জন্য চাই প্রস্তুতি।
ঘ) মুসা প্রশিক্ষণ গ্রহণ করেছে।
ঙ) বিজ্ঞানীরা অনেক কঠিন সমস্যার সমাধান করেন।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) শুরু
শেষ
খ) অজানাকে
জানাকে
গ) ওঠার
নামার
ঘ) গ্রহণ
বর্জন
ঙ) কঠিন
সহজ
২২.
ক) পরীক্ষায় এ প্লাস পেয়ে অসীমের মনে খুব আনন্দ।
খ) মুসা যাত্রা শুরু করলেন।
গ) মুসা ফিরে আসেন স্বদেশে।
ঘ) মুহিত হিমালয়ের চূড়ায় ওঠেন দুবার।
ঙ) আজ তো পয়লা বৈশাখ।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) আনন্দ
বিষাদ
খ) শুরু
শেষ
গ) স্বদেশে
বিদেশে
ঘ) ওঠেন
নামেন
ঙ) আজ
কাল
২৩.
ক) বেস ক্যাম্পটি ২১ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
খ) কাল সেখানে আঁধার ছিল।
গ) রুমা আর রুবা দুজনের জন্মদিন আজ।
ঘ) কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।
ঙ) বৃষ্টি খুব বাড়ছে।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) উঁচুতে
নিচুতে
খ) আঁধার
আলো
গ) জন্মদিন
মৃত্যুদিন
ঘ) মিল
গরমিল
ঙ) বৃষ্টি
রোদ
২৪.
ক) সুমন শুকনা মুখে বসে আছে।
খ) রকিব কান্না করছে।
গ) এখন ভরা বর্ষা।
ঘ) যুদ্ধ অনেক ক্ষতি করে।
ঙ) সে এখন দূরে রয়েছে।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক) শুকনা
ভেজা
খ)
কান্না
হাসি
গ)
ভরা
খালি
ঘ)
যুদ্ধ
শান্তি
ঙ)
দূরে
কাছে
২৫.
ক)
নিপা খেলনা এলোমেলো করে
রেখেছে।
খ)
লোকটি কৃপণ।
গ)
তোমাকে উঠতে
হবে।
ঘ)
দিপুর আজ
আগমন করার
কথা।
ঙ)
পেছনে বসে
যাও।
উত্তর:
প্রদত্ত শব্দ
বিপরীত শব্দ
ক)
এলোমেলো
গোছানো
খ)
কৃপণ
অকৃপণ
গ)
উঠতে
নামতে
ঘ)
আগমন
প্রস্থান
ঙ)
পেছনে
সামনে
No comments:
Post a Comment