Chapter- 13
৪৭। ‘ফাও’ কাজ করে—
ক. শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের জন্য খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
৪৮। ‘হু’ কাজ করে—
ক. শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের জন্য খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করার জন্য
৪৯। ইউনেসকো প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
৫০। ইউনেসকোর সদস্যরাষ্ট্র—
ক. ১৯৩টি খ. ১৮৯টি
গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
৫১। ইউনেসকোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভায় খ. হেগে
গ. প্যারিসে ঘ. নিউইয়র্কে
৫২। বাংলাদেশ ইউনেসকোতে যোগ দেয় ১৯৭২ সালের—
ক. ১৫ অক্টোবর খ. ১৬ অক্টোবর
গ. ২৬ অক্টোবর ঘ. ২৭ অক্টোবর
৫৩। বাংলাদেশ ইউনেসকো কমিশন গঠন করে কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৫৪। কোন সংস্থাটির সহযোগিতায় একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভ করে?
ক. ইউনেসকো খ. হু
গ. ফাও ঘ. ইউনিসেফ
৫৫। পাহাড়পুর বৌদ্ধবিহার সংরক্ষণে কোন সংস্থাটি সহায়তা করেছে?
ক. ইউনেসকো খ. হু
গ. ফাও ঘ. ইউনিসেফ
৫৬। ‘ফাও’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৫৭। ‘ফাও’-এর সদস্যরাষ্ট্র কতটি?
ক. ১৯৩টি খ. ১৮৯টি
গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
৫৮। ‘ফাও’-এর প্রধান লক্ষ্য হলো—
i. কৃষি উত্পাদন বৃদ্ধি
ii. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা
iii. জীবনমান উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৫৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের—
ক. ৬ এপ্রিল খ. ৭ এপ্রিল
গ. ৮ এপ্রিল ঘ. ৯ এপ্রিল
৬০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবস্থিত—
ক. রোমে খ. প্যারিসে
গ. জেনেভায় ঘ. হেগে
৬১। ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৯ সালে
৬২। ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজ’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভায় খ. হেগে
গ. প্যারিসে ঘ. নিউইয়র্কে
৬৩। ইউএনএফপিএর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগটি চালু হয়?
ক. আরবি বিভাগ খ. আন্তর্জাতিক সম্পর্ক
গ. ইংরেজি বিভাগ
ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ
৬৪। ন্যাম হলো—
ক. সামরিক জোট খ. অর্থনৈতিক জোট
গ. আঞ্চলিক জোট ঘ. জোটনিরপেক্ষ
৬৫। ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
৬৬। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয় নিচের কোন জোটটি?
ক. ন্যাম খ. ন্যাটো গ. ওয়ারশ ঘ. ইইউ
৬৭। বিশ্বের মুসলমানপ্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হলো—
ক. ওআইসি খ. ন্যাম
গ. ন্যাটো ঘ. আরব লিগ
৬৮। ওআইসির সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৬টি খ. ৫৭টি
গ. ১৮৯টি ঘ. ১৯৩টি
৬৯। ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কায়রোয় খ. সৌদি আরবে
গ. জেদ্দায় ঘ. তেহরানে
৭০। ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
৭১। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৩ সালে
৭২। ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়—
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৬৯ সালে
৭৩। ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা—
ক. ২৬ খ. ২৭ গ. ২৮ ঘ. ৩০
৭৪। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় অবস্থিত?
ক. ব্রাসেলসে খ জেদ্দায়
গ. কায়রোয় ঘ. জেনেভায়
৭৫। ইইউ দেশগুলোর একক মুদ্রার নাম—
ক. ইউরো খ. দিনার
গ. ডলার ঘ. দিরহাম
৭৬। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের নাম কী?
ক. ইউরোপীয় কার্যালয়
খ. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়
গ. ইউরোপীয় কমিশন
ঘ. কমিশন ফর ইউরোপ
৭৭। ‘ওএইউ’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কায়রোয় খ. আদ্দিস আবাবাতে
গ. জেদ্দায় ঘ. তেহরানে
৭৮। ‘ওএইউ’-এর সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৩টি খ. ৫৪টি গ. ৫৬টি গ. ৫৭টি
৭৯। আফ্রিকান ইউনিয়ন গঠনের উদ্দেশ্য হলো আফ্রিকার দেশগুলোর—
i. মানবাধিকার প্রতিষ্ঠা ii. নিরাপত্তা প্রতিষ্ঠা
iii. জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৮০। নিচের কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য?
i. তিউনিসিয়া ii. মরক্কো iii. লিবিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. iii.
(শেষ)
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১৩
৪৭. গ ৪৮. ঘ ৪৯. খ ৫০. খ ৫১. গ ৫২. ঘ ৫৩. ঘ ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. গ ৫৮. গ ৫৯. খ ৬০. গ ৬১. গ ৬২. ঘ ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. গ ৬৬. গ ৬৭. ক ৬৮. খ ৬৯. গ ৭০. ঘ ৭১. গ ৭২. গ ৭৩. গ ৭৪. ক ৭৫. ক ৭৬. গ ৭৭. খ ৭৮. ক ৭৯. গ ৮০. গ।
No comments:
Post a Comment