Short Questions No. 2
প্রশ্ন: যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজ্য।
প্রশ্ন: যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজক।
প্রশ্ন: আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য কী করে থাকি?
উত্তর: হিসাব।
প্রশ্ন: প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে?
উত্তর: ঐকিক নিয়ম।
প্রশ্ন: ৫টি কলমের দাম ২০ টাকা হলে ১টি কলমের দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: ১ ডজন = কতটি?
উত্তর: ১২টি।
প্রশ্ন: ১ ডজন কলার দাম ২০ টাকা, ৫ ডজন কলার দাম কত?
উত্তর: ১০০ টাকা।
প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?
উত্তর: ১২০ দিনে।
প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?
উত্তর: ১৫ টাকা।
প্রশ্ন: ১টি খাতার দাম ১৫ টাকা, ১০টি খাতার দাম কত?
উত্তর: ১৫০ টাকা।
প্রশ্ন: ৪৬২০৫১ - ৯৪৬০৮ = কত?
উত্তর: ৩৬৭৪৪৩।
প্রশ্ন: ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?
উত্তর: ১২ টাকা।
প্রশ্ন: আমরা কখন বন্ধনীর ব্যবহার করি?
উত্তর: দুটি গাণিতিক বাক্য থেকে একটি গাণিতিক বাক্য গঠন করতে আমরা বন্ধনীর ব্যবহার করি।
প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: আগে।
প্রশ্ন: ৫০ - (১৬ + ২২) = কত?
উত্তর: ১২।
প্রশ্ন: ১০০ - (৪০ × ২) = কত?
উত্তর: ২০।
প্রশ্ন: ১ - {১ - (১ - ১)} = কত?
উত্তর: ০।
প্রশ্ন: ২০০ - (৫ × ২০) = কত?
উত্তর: ১০০।
প্রশ্ন: ২টি কলা ও ৩টি আমের দাম একত্রে ৩০ টাকা। ২টি কলার দাম ১২ টাকা হলে ১টি আমের দাম কত?
উত্তর: ৬ টাকা।
প্রশ্ন: দুটি সংখ্যা গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯৮।
প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৫ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত?
উত্তর: ৩০ টাকা।
প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: ১২টি কলার দাম ৩৬ টাকা হলে ১৫ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?
উত্তর: ৫টি।
প্রশ্ন: প্রতিটি বেলুনের দাম ৪ টাকা হলে ২ ডজন বেলুনের দাম কত?
উত্তর: ৯৬ টাকা।
No comments:
Post a Comment